দুনিয়া ছাড়তে আর পারলাম কই।

163
0

একদিন বলেছিলাম, তোমার জন্য এই দুরিয়া ছাড়বো, তবু তোমায় ছাড়তে পারবো না।

আমায় মিথ্যাবাদী বানালে।

তুমি ঠিক’ই ছেড়ে গেলে,
আমি “দুনিয়া ছাড়তে আর পারলাম কই”।

মন্তব্য করুন