কানে খাটো বংশীধর
কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি, গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।। চলেছে সে একমনে ভাবে ভরপুর, সহসা বাজিল কানে স...
কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি, গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।। চলেছে সে একমনে ভাবে ভরপুর, সহসা বাজিল কানে স...
উজলি ঠৌদিক এবে রূপের কিরণে, বীরেশ ভীমের পাশে কর যোড় করি দাঁড়াইলা,প্রেম-ডোরে বাঁধা কায় মনে হিড়িম্বা;সুবর্ণ-কান্ত...
কে সৃজিলা এ সুবিশ্বে,জিজ্ঞাসিব কারে এ রহস্য কথা,বিশ্বে,আমি মন্দমতি? পার যদি,তুমি দাসে কহ,বসুমতি;— দেহ মহ...
এখনও আছে লোক দেশ দেশান্তরে দেব ভাবি পূজে তোমা, রবি দিনমণি, দেখি তোমা দিবামুখে উদয়-শিখরে, লুটায়ে ধরণীতলে, করে স...
তোমার হরণ-গীত গাব বঙ্গাসরে নব তানে, ভেবেছিনু সুভদ্রা সুন্দরি; কিন্তু ভাগ্যদোষে, শুভে, আশার লহরী শুখাইল, যথা গ্ৰ...
যথা ধীরে স্বপ্ন-দেবী রঙ্গে সঙ্গে করি মায়া-নারী—রত্নোত্তমা রূপের সাগরে,— পশিলা নিশায় হাসি মন্দিরে সুন্দরী সত্যভ...
অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, বৈদেহি! কখন দেখি, মুদিত নয়নে, একাকিনী তুমি, সতি, অশোক-কাননে, চারি দিকে চেড়ীবৃন্দ...
কার সাথে তুলনিবে,লো সুর-সুন্দরি, ও রূপের ছটা কবি এ ভব-মণ্ডলে? আছে কি লো হেন খনি,যার গর্ভে ফলে রতন তোমার মত,কহ...
হেরিনু নিশায় তরি অপথ সাগরে, মহাকায়া, নিশাচরী, যেন মায়া-বলে, বিহঙ্গিনী-রূপ ধরি, ধীরে ধীরে চলে, রঙ্গে সুধবল পাখ...
“কি কাজ বাজায়ে বীণা ; কি কাজ জাগায়ে সুমধুর প্রতিধ্বনি কাব্যের কাননে ? কি কাজ গরজে ঘন কাব্যের গগনে মেঘ-রূপে, মন...