পড়ুন, লিখুন, প্রকাশ করুন, ছড়িয়ে দিন 

সবথেকে বড় কবিতা, গল্প, ছন্দ, গান, নাটিকা প্রকাশের সাইট


আকাশের সবচেয়ে দূরের যে তারাটির
দিপ্তী চোখের জলকণার মতো ঝিলমিল
করবে, মনে করো সেই তারাটি আমি।
আমার নামেই তার নামকরণ ক’রো।

✍️কাজী নজরুল ইসলাম
(কাজী মোতাহার হোসেনকে লিখিত চিঠির অংশ)

কাজী নজরুল ইসলাম (@kazinazrulislam)

“যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।”
– রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (@rabindranathtagore)

আমাদের এই পৃথিবীর এই ধৃষ্ট শতাব্দীর
হৃদয়ের নয়—
তবু হৃদয়ের নিজের জিনিস
হয়ে তুমি রয়ে যাবে।

_জীবনানন্দ দাশ (জনান্তিকে)

জীবনানন্দ দাশ (@jibananandadas)

তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে।

নির্মলেন্দু গুণ (@nirmalendugoon)

ও পাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে
কবিতা বোঝে না!
~ আল মাহমুদ🌻

আল মাহমুদ (@almahmud)
যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।

রবীন্দ্রনাথ ঠাকুর

অণুগল্প (3) কবিতা (2050) গল্প (9) গান (17) ছন্দ (53) ছোটগল্প (5) ছড়া (165) নাটিকা (1) সনেট (74)


  • আপনার জন্য অসীম ভালবাসা

    পর্ব -১ ঘড়ির কাটায় সকাল ১০ টা বাজে। বিছানায় এখনো পরে পরে ঘুমোচ্ছে ইরা । তার মা এসে তাকে ডাকতে থাকে “কিরে ইরা কলেজ যাবি না এখনো ঘুমোচ্ছিস, এই ইরা উঠ,, ১০ টা বাজে “। দশটা বাজে শুনে ইরা লাফ দিয়ে উঠে বলে ” কি বলছো এসব আগে ডাক দিবে না “। ইরার মা বলে…

    পড়তে থাকুন


  • তুমি যাও!

    এখন চাইলেই ছেড়ে যেতে পারো!আমি ভেবে নেব তুমি স্বপ্নদোষে খসে যাওয়া বীর্যের মত ।তবে আমি নিষ্পাপ ছিলাম যতটা নিষ্পাপ ছিল নিষিদ্ধ পল্লীতে নষ্ট হওয়া শিশু। তুমি চলে যাও! তুমি ছেড়ে যাওয়ায় তোমাকে ঘৃণা করার মাঝেও আমি তোমায় ভালোবাসি । কারণ তুমি আমাকে আমার মতই ঘৃণা কর..| আমার সমস্ত দুঃখ তোমার ছিল মুখস্ত, অথচ সুখ পেয়ে…

    পড়তে থাকুন


  • ভয়ংকর স্মৃতি

    আমি ভুলতে পারি দূর আকাশের ওই চাঁদ, কিংবা ভুলে যেতে পারি মেঘের কান্না হয়ে ঝরে যত বৃষ্টির দাগ, মুশকিলের ব্যাপার এটাই ভোলা যায় না তোমায়, তোমায় ভুলিতে ভুলে যাই আমায়! তুমি চলে যাওয়ার পর, পৃথিবীতে এখনো রাত নামে, ভোরের আলো ফুটে, পাখিরাও শূন্যে গান গায় আনমনে, শুধু আমি এই জঘন্য; থেমে আছি তোমার স্মৃতিচারণে! তুমি…

    পড়তে থাকুন


  • ভালো আছি আমি

    একই শহর এর অছিলায় তোমার আমার বার বার দেখা হয়। আর যতবার – দেখা হয় আমরা চেষ্টা বারি একে অপর এর থেকে ভালো অভিনয় করার। তবে আজ-কাল – নিজেকে দেখলে বড্ড মায়া হয় নিজের প্রতি কি সুন্দর হাসতে পারো তুমি।পারি না আমি। পরিশেষে বাঁচতে পারো তুমি-বোকা সাজি আমি। কিছুই থেমেনেই তোমার আমার মিলন ছাড়া –…

    পড়তে থাকুন


  • কবিতা সুন্দর

    তুমি সুন্দর তবে সুন্দরী নয়, পৃথিবীর এত এত আলো যেন তোমার সৌন্দর্যের জন্যই হয়, চাঁদ যেন তোমার রূপের কাছেই আলো ধার নেয়! আহা কি সুন্দর তুমি, আহ আর কি যে মায়া, কোটি জনম যেন পার করিয়া দেই তোমার দিকেই চাহিয়া, এ নয়ন যেন ধন্য হলো তোমারে দেখিতে পাইয়া! তুমি ভীষণ সুন্দর সুন্দরী নও, তোমাকে সুন্দরীদের…

    পড়তে থাকুন


  • চোখ

    সে বলেছিলো তার চোখে দিকে যেনো না তাকাই ,আহ্ কথা শুনলাম না- নিজের ধংস নিজে’ই করলাম ।দোষ কি দিব তারে! সে চোখ কথা বলে না,কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। যাতে হারিয়েছিলাম আমার অস্তিত্ব, গন্তব্য ভেবেছিলাম তারে। সে চোখের মোহ করেছিল আমায় বন্ধ। জানি না মায়া দেখছিলাম সেই চোখে নাকি আমি হয়ে জেতে চেয়েছিলাম অন্ধ। সে অন্ধত্বের…

    পড়তে থাকুন


জীবনবোধ দেশাত্মবোধক ধর্মীয় প্রকৃতি প্রতিবাদী প্রেম বিবিধ বিরহ মানবতাবাদী রম্য রূপক শিশুতোষ


খ্যাতিমান সদস্য

যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না
যে অসুখী সে কবিতা লিখতে পারে না।

আবু জাফর ওবায়দুল্লাহ

সর্বশেষ সক্রিয় সদস্য