প্রিয় কাবেরী

দেখা দেওনা আমায় আর একবার।
কাবেরী…!
কাবেরী তোমার ওই দু চোখ যেনো কোন এক বিশেষ মায়ায় ভরা,
যতবার দেখি ততবারই তোমার ওই চোখের মায়ায় পড়ে যাই…কাবেরী…!
তুমি দেখা দেওনা আমায় আর একবার,
সেই কবে দেখা দিয়েছিলে আমায় নিকশ কালো আধারে।
কাবেরী তোমাকে তো দেখা হইনি অনেক সময়।
তুমি দেখা দিলে হয়তো আর একবার বেঁচে যেতাম আমি।
এই শীতে হয়তো আর আসতে হতো না আমার এই ফাঠা ঠোঁট নিয়ে।
দেখা দেওনা আমায় আর একবার।
কাবেরী…!
কাবেরী, তুমি হইতো জানো না,
এই তোমার জন্য শীতের কুয়াশায় মোরা রাতে আমি তোমার অপেক্ষায় কাটিয়েছি অনেক টা রাত।
রাতের পর রাত কেটে গেছে।
শুধু আমি তোমায় দেখবো বলে।
কাবেরী…!
আমার সেই চাদরের এক পাশ আজো তোমার অপেক্ষায়।
অপেক্ষা তো করে প্রতিটি চেনা গলি।
যেখানে তোমার সাথে কেটেছে অনেকটি সময় এক সাথে।
মনে আছে সেই প্রথম দেখা।
শীতের চাদরে, প্রেমিকের পরসে, ডুবিয়া অন্তর হাই নিলে রাত খান, নিলে নীল আকাশ,চাইলা না কিছু আমি ময় তুমি ছাড়া।
কাবেরী,
তুমি দেখা দিলে বেচে যেতাম আমি আর একবার কোন বাক্য ছাড়াই।
কাবেরী,
দেখা দেওনা আমায় আর একবার।

মন্তব্য করুন