সাধারণ আমি

সাধারণভাবে বসবাস করি,
সাধারণ কোনো কাজ-টাজ করি,
সাধারণ হয়ে সারাখন থাকি,
কিন্তু __

হঠাৎ কখনো ডাক দেয় পাখি,
উড়ে যাই, ঠোঁটে নীল রঙ মাখি,
রাতে হয়ে যাই নক্ষত্রেরই
বিন্দু !

এ ভাবে আকাশ এ ভাবে মাটিতে
পড়ে যাই আমি কী টানাটানিতে,
পা আর পাখায় নিত্যই লাগে
দ্বন্দ্ব !

সাধারণ আমি সাধারণ লোক,
চাই পৃথিবীর রঙ নীল হোক,
পায়ের পাতায় লাগুক পাখার
ছন্দ !

(কাব্যগ্রন্থঃ সবুজ নীল লাল জামা । প্রকাশকালঃ একুশের বইমেলা ২০০৪ । প্রকাশকঃ অন্যপ্রকাশ।)

মন্তব্য করুন