কবিতা ২০৪

আমাদের পদচিহ্ন পড়ে থাক ঐ রাস্তায় কি সিঁড়িতে
গোলাপের কাছে থাক তার গন্ধ
আর
ছায়াদুটো সঙ্গ নিক অন্যকারো।
যেখানে শয্যার পাশে রাত গলছে পুরনো মোমের মত
আমরা সেই ঘরমুখো ।

(কাব্যসংকলনঃ ৬১ প্রেমের কবিতা, ২০০৭)

মন্তব্য করুন