রক্তের ঋণ

116
0

১৫ জুলাই গণহত্যা:
মানবের কন্ঠে জাগ্রত জনতা
জাগ্রত জন্ম ভূমি,
ভাষা আন্দোলনের স্মৃতিশ্রীতি
কোটা বাতিলের পথভূমি,
১৫ জুলাই হত্যা যজ্ঞে রক্তাক্ত ঢাবির মরণ
ভেসে উঠেছে ২৫ মার্চের গণহত্যার ধরন
আক্রমণাত্মক হিংস্র রূপে হানাদার বাহিনী
করুন কন্ঠে লরে যাচ্ছে মা বাবার আদরিণী
কাপুরুষ তারা উঠেছে যারা মা বোনের গায়ে হাত
৭১ দেখিনি ২৪ দেখবো মেলাবো কাধে কাধ।

মন্তব্য করুন