আকুতি

আজ তুমি নেই বলেই
আমার একা একা হেঁটে চলা,
স্বকীয় ধরনী শূন্য বলেই
নিজের সাথে নিজেই কথা বলা।

তোমায় আজ-ও দেখিনি বলেই
দৃষ্টি আমার আধার কালো,
তোমার ছোঁয়া পাইনি বলেই
অন্য কাউকে কভু বাসিনি ভালো।

অপেক্ষার এই হৃদয় খানি
শুন্য হতে অনেক বাকি,
আসবে বলেই পূর্ণতা এই
প্রেম গুলো তাই জমিয়ে রাখি।

পড়েছো কি ওহে কাব্যিক নারী
তোমায় নিয়ে লিখা,এ কবিতা!
ভূমি হতে সূদুর আকাশ অবধি
তুমি যে প্রাণ আমার,ওহে সবিতা।

হয়তো খুঁজোনি, হয়নি প্রয়োজন
নগন্য প্রেমিকের এ সঙ্গ’টি,
বুঝনি কখনো ছন্দে ছন্দে লেখা
তোমায় না পাওয়া মোর আকুতি।

মন্তব্য করুন