একটা কবিতা লিখা হবে
যেদিন ধ্বংসাবশেষ রওনা দিবে
ত্যাগ করবে জান
শত্রু মিত্র সবাই আমাকে
ফিরিয়ে দিবে আসমান
যেখানে নিত্য ভবিষ্যৎ
চিরন্তন অপেক্ষমান
একটা কবিতা লিখা হবে-
হয়তো মুক্তির সনদ
যেখানে চির সবুজে প্রস্থান
নয়তো নর নারে দহিবে
অঙ্গ হইবে খান খান
সোনার দেহ মূর্ছে যাবে
নিঃশেষে বিভাজ্য হবে
ভাগফল কি মিলে যাবে
ভুৎকাল নাকি বর্তমান ?
সমীকরণের ইতি হবে
সহস্র সহগ শূন্যে যাবে
আমল শুধু সঙ্গী হবে
রহম কোরো মেহেরবান
একটা কবিতা লিখা হবে-
মৃত্যু চিরন্তন সত্য
কুল্লু নাফসিন যাইকাতুল মাওত
– আল ইমরান আয়াত: ১৮৫
বাহ্! অসাধারণ লেখা, ভাইয়া🥰
তোমাকে অত্যন্ত ধন্যবাদ ভাইয়া 🌸🖤
অসাধারণ কবিতা🥰🥰🥰🥰