একটা কবিতা লিখা হবে

একটা কবিতা লিখা হবে

যেদিন ধ্বংসাবশেষ রওনা দিবে
ত্যাগ করবে জান
শত্রু মিত্র সবাই আমাকে
ফিরিয়ে দিবে আসমান
যেখানে নিত্য ভবিষ্যৎ
চিরন্তন অপেক্ষমান

একটা কবিতা লিখা হবে-

হয়তো মুক্তির সনদ
যেখানে চির সবুজে প্রস্থান
নয়তো নর নারে দহিবে
অঙ্গ হইবে খান খান

সোনার দেহ মূর্ছে যাবে
নিঃশেষে বিভাজ্য হবে
ভাগফল কি মিলে যাবে
ভুৎকাল নাকি বর্তমান ?

সমীকরণের ইতি হবে
সহস্র সহগ শূন্যে যাবে
আমল শুধু সঙ্গী হবে
রহম কোরো মেহেরবান

একটা কবিতা লিখা হবে-

মৃত্যু চিরন্তন সত্য
কুল্লু নাফসিন যাইকাতুল মাওত
– আল ইমরান আয়াত: ১৮৫

3টি মন্তব্য

মন্তব্য করুন