লীলা কমল

বক্ষে উতল ঘন মধু রস মর্ম সুরভি ভোর
প্রভাত রবির প্রেম অঞ্জনে পরানে রঙের ঘোর।
মেলিয়াছি আঁখি আমি জলবালা সূর্য-স্বয়ম্বরা
উর্ধ্বে পসারি মৃণাল গ্রীবাটি
হেরিতে আসিনু তরুন দিবাটি
হেরিতে আসিনু সোনার কিরণে কনকোজ্জ্বল ধরা।

জ্যোতির্ময়ের রূপ বারতায় ধ্বনিত পুবের পুর
নিতল জলের তল ভেদি বুকে বেজেছে যে সেই সুর।
কুঞ্জ কাননে ফূুল মালঞ্চে লই নাই আমি ঠাই
পঙ্ক আসনে সাধন নিত্য
ইষ্ট আমার নব আদিত্য
সলিল শয়নে সমাধি হলেও শিশির দহে না তাই।

সপ্ত বরণে রবি নিতে আজ গুণ্ঠন দিছি খুলি
লিলায়িত করি সুন্দর তনু শূন্যে ধরেছি তুলি।
আসে মৌমাছি, মধুপ মানব
লুটে লয়ে যায় সব বৈভব
আমি ভাবি মোর আলোর দেবতা কখন আসিবে বুকে
তনু-মন-ধন অর্পিয়া তাঁরে ঝবিব সকৌতুকে ।

উৎসুক মোর উন্মুখ মুখ সুখে অবনত হবে
প্রিয় বিরহের ব্যাকুল বেলায় সন্ধ্যা নামিবে যবে।
অনন্ত বৃন্ত এ আননে মম
বিদায় চুমাটি দিবে প্রিয়তম
অস্তরাগের অনুরাগে মোর অঙ্গ পরিবে ঢলি
সার্থক হবে লীলা কমলের অন্তিম অঞ্জলি ।।

মন্তব্য করুন