কাশবন

বলাকার পক্ষ সম লঘু মেঘে আচ্ছন্ন আকাশ
তারি সনে শ্যামাঙ্গনে কে রচিল স্বেত অনুপ্রাস?
দূরন্ত প্রাবৃটে যেন প্রেমডোরে করিয়া বন্ধন
সুবজ মেদিনীতলে সহাস্য উছল কাশবন।
কার্পাস কেশর কোটি স্তবকে স্তবকে ওঠে দুলি
যেন ঊর্মিা ফেনারাশি মত্তহাসি উঠিতেছে ফুলি।
শান্তির পতাকা শুভ্র সহস্র শিখায় মাঠে ওড়ে
শরতের আগমনী উল্লাসে জানায় করযোড়ে ।।

মন্তব্য করুন