চাঁদ ওঠেনি ফুল ফোটেনি, কদমতলা ফাঁকা
চাঁদ ওঠাতে ফুল ফোটাতে দিসনি কেন টাকা ?
ফুটতে কদম টাকা লাগে
টাকার বৃষ্টি ঝরা আগে
মাগনা হাতে কদম তলায় হয় না ঝাকা-নাকা ।
রাখিস টাকা নাম-বেনামে যতোই জগত জুড়ে
ঘোড়া হাতি নাচ নাচাবে লাথি এবং শুঁড়ে ।
লুটবি শুধুই মেরে কেটে
নিজের স্বার্থে নিবি বেঁটে?
একই দিকে সকল সময় ঘুরবে না তো চাকা ।