হাজার কথার ঢেউ তুলি এই জীবন নদীর বাঁকে বাঁকে
একটি কথাই কোথায় যেন বুকের ভিতর আটকে থাকে ।
ঘূর্ণিপাকের কোন অতলে
বন্দী সে যে গহীন জলে
হয়নি বলা হয় না বলা অনেক চোখের ব্যকুল ডাকে,
একটু তুমি দৃষ্টি দিলেই দেখতে পেতে সেই কথাকে ।।
হাজার কথার ঢেউ তুলি এই জীবন নদীর বাঁকে বাঁকে
একটি কথাই কোথায় যেন বুকের ভিতর আটকে থাকে ।
ঘূর্ণিপাকের কোন অতলে
বন্দী সে যে গহীন জলে
হয়নি বলা হয় না বলা অনেক চোখের ব্যকুল ডাকে,
একটু তুমি দৃষ্টি দিলেই দেখতে পেতে সেই কথাকে ।।