তোমার প্রেমের অগ্নিশিখায় পুড়বে না কে আছে এমন ?
সাধ আমারো ছিলো কিন্তু সাধ্যে বড়ই সামান্য ধন ।
মন সে কথা জানে তবু জীবননাশা অবাধ্যতায়
বলে, এমন মরণ পেলে সর্বনাশে ভয়টা কোথায় ?
আমি বড়ই অসহায়ের মতো দেখি নিজের দহন ।।
তোমার প্রেমের অগ্নিশিখায় পুড়বে না কে আছে এমন ?
সাধ আমারো ছিলো কিন্তু সাধ্যে বড়ই সামান্য ধন ।
মন সে কথা জানে তবু জীবননাশা অবাধ্যতায়
বলে, এমন মরণ পেলে সর্বনাশে ভয়টা কোথায় ?
আমি বড়ই অসহায়ের মতো দেখি নিজের দহন ।।