প্রেমিকা

57
0

এক মিষ্টি জোৎস্না রাতে
হাটছি এক অজানা পথে
আকাশে জমেছে আলোর মেলা
তার সাথে চলছে মেঘের খেলা
মেঘ গুলো ভেসে চলেছে,
চাঁদের নিচ দিয়ে।
বইছে বাতাস মৃদু
তোমার কথা আমার
মনে পড়ে শুধু!
এই জোৎস্নার রতেই তুমি আমায়
দিয়েছিলে প্রথম দেখা
পরোক্ষণেই গিয়েছিলে হারিয়ে
ঐ দূরের অন্ধকারে
এখনো মনে একটি আশাই
হয়তো তোমায় পাইবো ফিরে।

মন্তব্য করুন