আঁখি

হারাতে যদি চাও
তাহলে ঐ নিরব জায়গাতে যাও।
কোনো শব্দহীন কোলাহল সমুদ্রে যাও,
কোনো স্নিগ্ধ ঠান্ডা অপরূপ জায়গাতে যাও।

যেখানে মুখ নয় কথা বলে বাতাস,
কথা বলে পানি, কথা বলে সবুজ ঘাস,
কথা বলবে ঐ চূড়ার পাখি,
ঐ খানেই যাও।

কিন্তু এমন জায়গা এই জগতে আছে কি?
আছে তার ওই কালো চোখে?
যা বলে হাজারো কথা,
যাতে আছে শত ভাষা,
আর আছে হাজারো ছলনা,
আর ওই চোখ?

মন্তব্য করুন