চন্দ্রের প্রস্তর

অমাবস্যার রাতে চাঁদ তার সকল সৌন্দর্য নিয়ে এই ধরনীতে ফোঁটে উঠে। দূর থেকে প্রেমিক চাঁদকে দেখে মনে মনে এটাই কল্পনা করে যে এই চাঁদই তার শখের নারী,যার চাঁদের মতো সৌন্দর্যের কাছে সে বন্দী। অপরদীকে প্রেমিকা চাঁদের দিকে তাকিয়ে এটাই ভাবে এই চাঁদই তার প্রেমিক,যার আলো তার প্রেমিকের কথা মনে করিয়ে দেয়।
কিন্তু কথা হলো দুই জনই চাঁদকে তার নিজের ভাবে তাহলে ঐই চাঁদ কার?
চাঁদ আসলে কারোরই নয় চাঁদ একা,একাই সে সুন্দর। একা আছে বলেই সে এত মূল্যবান। যদি চাঁদের পাশে আরেকখান চাঁদ থাকতো সে তুচ্ছ রয়ে যেত। কেউ আর তার দিকে তাকিয়ে ভাবতো না, কল্পনায় তার প্রিয় মানুষের প্রতিচ্ছবি আকঁতো না।শুধু চাঁদ নয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তগুলো একা ও একটাই, আর তাতেই আমাদের কাছে এই জিনিসের মূল্য অনেক অসীম।
( তবে চাঁদ হয়তোবা একা থাকতে চায় না, মনপ্রানে কাউকে চায় মনের খবরতো কেউ বলতে পারে না 🙂

মন্তব্য করুন