অপেক্ষা

98
2

দাঁড়িয়েই আছি নির্বাক আমি
যদি কেউ এসে সামনে দাঁড়ায়,
সকাল হারিয়ে বিকাল গড়িয়ে
সন্ধায় আছি তোমার খরায়।

যদি নিশিরাত আছি একসাথ
চাঁদ তারা মেঘা মিথ্যা আবেগ,
কথা হয়ে যায় রাতে একবার
কেউকি ছুঁয়েছে স্বপ্ন বিবেক।

মাটির মানুষ করি বিস্তার
পটানো শব্দ মিথ্যের জালে,
স্বপন ‍পুজোরি ব্যাকুল আকুতি
আসবে কি কেউ এই কোন কালে।

মোঃ মুসা চরফ্যাশন
লিখেছেন

মোঃ মুসা চরফ্যাশন

জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পদযাত্রা

মন্তব্য করুন

2 thoughts on “অপেক্ষা