~অপূর্ণ ইচ্ছে:)

62
0

অলি-গলি ঘুরবো আমি প্রজাপতির মতো ,
নিয়ে যাবো আজকে আমার সঙ্গী আছে যতো !
পেছন ফিরে যেই তাকাই,
সঙ্গী খুঁজে কোথাও না পাই,
ইচ্ছে পড়ে রয় সেথায়
নিরব দিঘির মতো ।

মন্তব্য করুন