অলি-গলি ঘুরবো আমি প্রজাপতির মতো ,
নিয়ে যাবো আজকে আমার সঙ্গী আছে যতো !
পেছন ফিরে যেই তাকাই,
সঙ্গী খুঁজে কোথাও না পাই,
ইচ্ছে পড়ে রয় সেথায়
নিরব দিঘির মতো ।
অলি-গলি ঘুরবো আমি প্রজাপতির মতো ,
নিয়ে যাবো আজকে আমার সঙ্গী আছে যতো !
পেছন ফিরে যেই তাকাই,
সঙ্গী খুঁজে কোথাও না পাই,
ইচ্ছে পড়ে রয় সেথায়
নিরব দিঘির মতো ।
আপনার লেখা কবিতা, গল্প, গান, ছন্দ, নাটিকা কিংবা ব্লগ