অধিকার

72
0

মেধা মূল্যায়ন হয় নাকো সেথা
চালু হয়েছে কোটার প্রথা
শুধরাতে চাইছে বাঙালিরা
গর্জে উঠেছে শিক্ষার্থীরা
দমিয়ে রাখতে চাইছে স্বৈরাচারীরা!!
চাইযে বাংলাকে করতে সোনার
হইতে চাইনি রাজাকার!
আদায় হোক তোমার -আমার সবার
না পাওয়া অধিকার!
পনেরো জুলাই নিয়েছো যাদের প্রান
ফিরিয়ে দাও তাদের অধিকার
শহিদ হিসেবে দাও সবোর্চ্চ সম্মান।
মুক্ত করো কোটা প্রথার ঝামেলা
ফিরিয়ে দাও আমার সোনার বাংলা।
নয়তো একাত্তর আবার ফিরে আসবে
ফিরে আসবে বাংলার বীর -সাহসীরা
প্রান দিবে তবু ও রাজপথ ছাড়বে না
অধিকার আদায়কারীরা!!

মন্তব্য করুন