নিস্তব্ধতা

115
0

কোনো কোলাহল, কলরব ছিল না সেথায়—
ক্ষুধিতের ছিল না আকাশ বিদীর্ণকারী হাহাকার,
দলিতের ছিল না রোনাজারি;
কোনো স্বজনের শোকের মাতম ছিল নাকো,
ছিল না তো কারো আর্তনাদ, ব্যর্থ চিৎকার;
কানে তালা লেগে যায় হেন কোনো উৎপাত ছিল না সেথায়—
তবু সেই ক্ষণে কিছুই শুনিনি আমি কানে!

রাতের পাতার মতো আমার এ চোখ থেকে জানি, জানি—
আমার দুচোখ থেকে চুইয়ে পড়ে নাই প্রস্বেদনের নির্মল জল;
লবণাক্ত ঘামে ঘর্মাক্ত হয়নি কপাল—
স্যাঁতসেঁতে হয়নি শরীর লোমকূপ সেচা ঘন নোনা জলে।
আমার হৃদয় ছিল হিমের পাথর হয়ে বুঝি—
বুঝেছি যখন রোজ সরে সরে যাও তুমি;
সরে যেতে যেতে কবে যে নীরবে কতদূর চলে গেলে!

শাওন কুমার সিংহ
লিখেছেন

শাওন কুমার সিংহ

একজন উদীয়মান বাংলা কবি, জন্ম ২০০২ সালের ১০ ডিসেম্বর ভান্ডারিয়া, পিরোজপুর, বাংলাদেশে। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে অধ্যয়নরত। তাঁর কবিতায় আধুনিক সমাজ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, প্রেম এবং আত্মানুসন্ধান গভীরভাবে প্রতিফলিত হয়।

মন্তব্য করুন