আব্বা

104
0

মনে হয় বড় হইয়া যেন আব্বার কাছ থেইকা পর হইয়া গেছি।
কত আপন ছিলাম আগে…

ঈদের দিন সকালে আব্বা হাতে ধইরা পুকুরে নিয়া যাইতো, নিজের হাতে গোসল করাই দিতো, আম্মাই তেল পাউডার দিয়া নতুন জামা পড়াই দিত।

আব্বা হাতে নতুন একটা দশ টাকার নোট দিত, আব্বার হাতের আঙ্গুলে ধইরা ঈদে যাইতাম। তখন কতই আপন ছিলাম।

বড় হইয়া আব্বার ১০ টাকার নোট আর পাই না,
এখন পুকুরে নিয়েও গোসল করায় দেই না।

মন্তব্য করুন