বদলে দাও

রসাতলে যাকগে সবাই
নষ্ট হলে হোক
তাদের মাঝে তুমিই হবে
ব্যতিক্রমী লোক।

দুচোখ তোমার দেখুক শুধু
বদলে দেবার পথ
বিপ্লবীরা এমনই হয়
বুকভরা হিম্মত।

শপথ নিয়ে কর শুরু
দৃপ্ত পায়ে হাঁটা
চিড় ধরাতে পারবেনা কেউ
তোমার বুকের ফাটা।

পথের কাঁটা দেখেই যদি
থমকে আজ দাঁড়াও
বদলে যেতে পারতো সমাজ
এই তোমাকে ছাড়াও।

বাড়াও বাড়াও গতি তোমার
সম্মুখ পানে দ্রুত
বিপ্লবীরা বদলে দেয়
সময়ের কঠিন স্রোতও।

শুরুতো তোমায় করতে হবে
শেষ যেখানেই থাক্
পথের শেষে দেখা দেবে
নতুন পথের বাঁক।

বাঘ ভাল্লুক কুকুর বিড়াল
দেখাবে কত ভয়
বুক আগলে দাঁড়াও তুমি
নিশ্চিত তো জয়।

হয় যদি হোক মৃত্যু তবু
ভয় রেখোনা মনে
ক্ষয় হবেনা ওই চেতনা
বইবে জনে জনে।

সম্মুখ রণে বিপ্লবীরা
বুক চিতিয়ে দাঁড়ায়
সমাজ থেকে পঙ্কিলতা
নির্বাসনে তাড়ায়।

মাড়ায় তারা পদতলে
স্বার্থ চিন্তার পাপ
জীর্ণ শীর্ণ সঙ্কীর্ণতা
যত অভিশাপ।

লাভ ক্ষতি দুঃখ সুখের
হিসাব নিকাশ রেখে
নতুন সমাজ বিনির্মানের
স্বপ্ন তারা দেখে।

শেখে তাদের জীবন থেকে
ইতিহাসের ছাত্র
সৎসাহসী বিপ্লবীরাই
চির শ্রদ্ধার পাত্র।

মন্তব্য করুন