লক্ষীটি

71
0

প্রেয়সী হাঁসবে তাই সরু চোখে তাকিয়ে থাকা,

লক্ষীটি আসবে তাই পথ চেয়ে প্রহর গোনা,

লক্ষীটিকে নিয়েই কল্পনায় কাটে লাল সন্ধ্যা,

যার কিঞ্চিৎ সাক্ষাৎও বইয়ে দেয় সুখের বন্যা।

ফুলের সৌন্দর্য মনে করিয়ে দেয় আপনাকে,

আকাশ যেমন মনে করায় মেঘকন্যাকে।

লক্ষীটির ভাবনায় আমি চির নির্লিপ্ত,

আর,আমার ভাবনায় কেবলই তার অস্তিত্ব।

তবে,সে নিতান্তই আমার সুখকর ভাবনা,

বাস্তবে প্রেয়সী,লক্ষীটি হয়তো ফিরেও দেখে না।

তাই কল্পনাতেই বলি,

“আপনি হাসলে আমার পুরো জগৎ হাসে,

আপনি ভালবাসলে আমায় পুরো জগৎ ভালোবাসে।”

ভালোবাসার বৃষ্টিতে ধুয়ে যাক বিষাদের পাহাড়,

প্রাণ খুলে বলতে চাই, “প্রিয়,লক্ষীটি আমার!”

অথচ বলতে হয় “ভাগ্য আমায় ভালোবাসেনি,

কাছে যেতে দেয়নি,ভালবাসতে দেয়নি!”

✍🏼:তাছনিম ছাবাব রুবায়েত

Tasnim Sabab Rubayet
লিখেছেন

Tasnim Sabab Rubayet

একদিন আমি উড়ে যাবো,যেদিন স্বর্গ আমাকে ডেকে পাঠাবে!

মন্তব্য করুন