আমার গভীরে এক অতলান্ত সাধ
রাত্রি দিন করে আর্তনাদ
মাঝে মাঝে মনে হয় অগ্নিগর্ভ বুকফাটা লাভা
ম্লান করে দিক সব প্রাকৃতিক সূর্য চন্দ্র আভা
মুছে দিক জীবনের যতো সব অচ্ছ্যুৎ আহ্লাদ
থাক শুধু আদিগন্ত ছড়ানো বিষাদ
বিপন্ন দু’চোখ মেলে – আর আমি শুধু চেয়ে থাকি
সেখানে – যেখানে পড়ে মণ্ড হয়ে আছে কোটি নিহত জোনাকি
অথচ পারি না তাও – যেন এক সামুদ্রিক ঝড়
হঠাৎ থমকে থেমে সমুদ্রেই রয়েছে অনড়