স্বাধীনতার সংগ্রামী ছাত্ররা

25
0

স্বাধীনতার সংগ্রামী ছাত্ররা
লেখক: শাহরিয়া হোসেন

এমন সাধের বাংলা আমার,
স্বাধীন হয়েও পরাধীন আবার।
রক্তে কেনা বাংলা আমার
রক্তে ভেসে যাচ্ছে,
কি করে মা থাকবো ঘরে
মন যে আমার কাদে।
আমার ভাইরা রাজপথে লড়ে
যেতে দাও না মোরে,
আমিতো নই কাপুরুষ মা,ভয় কেন পাবো
যা সত্যি তাই বলবো ধারধারি না কারো।
সত্য বলতে ভয় পাবো না
যদি মৃত্যুও হয় ধারে,
বাবা বলেছিল জেল-ফাঁস সব
পুরুষ মানুষের তরে।
বায়ান্নরতে তে শুরু কইরা
লইরা গেছে ছাত্ররা,
চব্বিশএ আইসা আবার
দেখতাছি সেই দিনগুলা।
বাংলার ইতিহাস উন্মোচনে,
ছাত্ররা ছিল সর্বখানে।
আমরা ছাত্র আমরাই বল,
অন্যায়ের প্রতিবাদে সর্বদাই সচল।
ভয় দেখিয়ে লাভ হবে না,
ছাত্ররা সব বীর সেনা।
ছাত্ররা সব লড়তে জানে,
স্বার্থ হাসিল করতে জানে।
অতীতেও ছিল না,এখন ও থাকবে না
স্বৈরাচারীদের ঠিকানা।
বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি,
এই মাটিতে গড়তে দিবনা অত্যাচারীর ঘাঁটি।
সবাই মিলে যুদ্ধ করবো,
বিজয় নিয়ে ঘরে ফিরবো।
কি হবে শিক্ষা দিয়ে,
যদি চাকরি হয় কোঠা নিয়ে।
কোঠা আন্দোলন করছে যারা,
সবাই আমার ভাই তারা।
শিক্ষা যদি হয় জাতির মেরুদন্ড,
তবে জাতি আজ কেনো খন্ড খন্ড।

প্রকাশকঃ অতীন্দ্র কুমার

মন্তব্য করুন