তুমি বৃষ্টিতে আমার দৃষ্টিতে

63
0

তোমার স্মৃতি কখনো
ভুলে থাকবার মতো নয়।
তবুও বৃষ্টি নামলেই
তোমার নামের প্রতিধ্বনি হয়।

বৃষ্টির মতোই এলে তুমি
বৃষ্টির মতোই গেলে চলে
আর কখনো ফিরবেনা তুমি
কেন গেলে একথা বলে?

না জানালে বিদায় আমায়
অপেক্ষায় থাকতাম পাওয়ার তোমায়।

আমার কাছে সে ব্যবস্থাও
তুমি গেলেনা রেখে,
কতটা বছর কেটে গেছে
শেষবার তোমাকে দেখে।
হয়তো জীবনটা কাটিয়ে দেব
এভাবেই তোমাকে নিয়ে লিখে।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে ইন্টার ১ম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন