তবুও

28
0

জীবনটা চলছে স্বাভাবিক ভাবেই।
স্বাভাবিক!
না! এমনটাও নয়।

সকল স্বাভাবিকের মাঝেও,
একটি অস্বাভাবিক থাকে।

আমারও তেমন!

কত গান, কতো কবিতা শুনতাম
কিছু বুঝতাম,
কিছু খেয়ালে মিশিয়ে দিতাম।
পড়তাম কতো গল্প
মৃত্যু নিয়ে!

অনুভব করিনি কখনো!

মৃত্যুভয়!
মৃত্যুভয় আমার হাসি-খুঁশি,
কর্মব্যাস্ত, বিশাল স্বপ্নময়,
জীবনটাকে হঠাৎ! করে
থামিয়ে দেয়।

পিছিয়ে দেয়,
অনেক পথ, অনেক সময়।

তবুও!
হার না মানা আমি,
আবারও চলা শুরু করি
আগের মতন, একই পথে
একই ভাবে!

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে ইন্টার ১ম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন