তাড়া

47
0

কতদিন হয়না লেখা
একটা কবিতাও।
এখন তো আর হয়না দেখা
তুমার ছবিটাও।
শেষবার যখন দেখেছিলাম,
দু’চারটি লাইন লিখেছিলাম।

তারপর গেল কত বছর কেটে,
কবিতারা এসে সব,
আমায় গেল ডেকে।

আমি দিইনি কোন সাড়া
তাদেরও ছিল তাড়া,
হয়তোবা এ কারণেই
বেশিক্ষণ অপেক্ষা করেনি তারা।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন