সম্ভব কি

27
0

চাইলেই কি আর
কবিতা লেখা যায়?

তাহলে তো সবাই
লিখতে পারত কবিতা,
হতে পারত কবি।
হয়তো বা এ কারণেই
জীবনানন্দ বলেছিলেন,
“সকলেই কবি নয়,
কেউ কেউ কবি”।

তারপর
যতদূর আসে অনুভূতির কথা,
হোকনা সেটা মনের অগোচরে
থাকা কোন ব্যথা।

এগুলো কি আসলেই
করা যায় প্রকাশ?
পৃথিবী নামক ছোট্ট একটি গ্রহ,
সেখানে আমাদের বাস।
সেখানে ব্যবহৃত অল্প
কিছু শব্দ, কিছু বাক্য দিয়ে?

তবুও করছি চেষ্টা,
জানিনা কি হবে শেষটা!

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে ইন্টার ১ম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন