প্রণয়ে ব্যথা

কেন যন্ত্রণার কথা, কেন নিরাশা ব্যথা,
জড়িত রহিল ভবে ভালবাসা সাথে?
কেন এত হাহাকার, এত ঝরে অশ্রু ধার?
কেন কণ্টকের কূপ প্রণয়ের পথে?

বিস্তীর্ণ প্রান্তর মাঝে প্রাণ এক যবে খোঁজে
আকুল ব্যাকুল হয়ে সাথী একজন,
ভ্রমি বহু, অতি দূরে পায় যবে দেখিবারে
একটি পথিক-প্রাণ মনেরি মতন ;—

তখন, তখন তারে নিয়তি কেনরে বারে,
কেন না মিশাতে দেয় দুইটি জীবন?
অনুলঙ্ঘ্য বাধা রাশি সম্মুখে দাঁড়ায় আসি—
কেন দুই দিকে আহা যায় দুই জন?

অথবা, একটি প্রাণ আপনারে করে দান—
আপনারে দেয় ফেলে’ অপরের পায় ;
সে না বারেকের তরে ভুলেও ভ্রুক্ষেপ করে,
সবলে চরণতলে দলে’ চলে’ যায় |

নৈরাশপূরিত ভবে শুভযুগ কবে হবে,
এরটি প্রাণের তরে আর একটি প্রাণ
কাঁদিবে না সারা পথে ;— প্রণয়ের মনোরথে
স্বর্গমর্ত্যে কেহ নাহি দিবে বাধা দান?

মন্তব্য করুন