বৃষ্টি বিলাস

আমি তো কেবল তোমার
দিকেই যাই
বাতাস আমাকে নেয় যে অন্য দিকে।
পাখি হয়ে উড়ে যাই
ভোর,দুপুর,সকালে
তোমাকে সারাদিন খুঁজি
লোকালয়-কোলাহলে।
আমি তো কেবল তোমাকেই চাই
তোমাকে পাওয়ার আশায়
বাকি সর্বত্র হারাই।
বৃষ্টি হয়ে ঝরে যাই তোমার
আঙ্গিনায়,
শিলা হয়ে ছুটি রোজ তোমার
জানালায়।
আমি তো কেবল তোমার
আকাশের পথিক
ঘন কালো মেঘ দেয় যে
সে পথ ঢেকে।
গন্তব্যহীন ভেলার মতো
ভেসে যাই জলে
খুঁজে যাই তোমাকে সমুদ্রের কোলে।
তোমাকে না পেয়ে অভিমান
একরাশ
তাইতো আমার এ-লেখা
বৃষ্টি বিলাস

-আজমির আহমেদ-

স্বরচিত কবিতা-1

মন্তব্য করুন