শ্যামা মা আমার কত বড় (শ্যামা সঙ্গীত )

247
0

https://youtu.be/UYpzDd-eM9I?si=H_8x18Js2u_Im8K4

শ্যামা মা আমার কত বড় ||
ঐ আকাশ যত বড়
মা আমার তার চেয়েও অনেক বড় |

সূর্য তারা সবাই মিলে
আছে মায়ের অঙ্গে ছড়িয়ে ||
মায়ের পায়ের নিচে আছে পড়ে
আমাদের এই পৃথিবী |

বিষ্ণু বিভু ভোলাবাবা
কাজ করে মা’র আদেশে ||
এই ভবের সংসার মা’র আদেশে
কাজ করে খুশি মনে |

অর্ঘ্য এসব ভেবে ভেবে
পাগল হোলো খুব সহজে ||
আর পাগলিনী ঐ শ্যামা মা
আছে সবার মনের মধ্যে |

অর্ঘ্যর আবার বাসনা হয়েছে
শ্যামা মা’র চরণে থাকবার ||
মা পূর্ণ কোরো এই আশাটি
তার ইহজীবন শেষ হোলে |

মন্তব্য করুন