তুমি আবৃত

তোমার সৌন্দর্য কি
কখনো বর্ণনা করা সম্ভব?

সৌন্দর্য তো শুধু রূপের নয়,

তোমার কথা তোমার হাসি
তোমার কণ্ঠ তো কণ্ঠ নয়
যেন একটা বাঁশি!

তোমার হাটা তোমার চলা
তোমার এতো সুন্দর করে
সবার সাথে কথা বলা!

তোমার আদর তোমার যত্ন
যেন সৃষ্টিকর্তার কাছ থেকে
পাওয়া কোন রত্ন!

তোমার ভাবনা তোমার চিন্তা
প্রতিনিয়ত ভালো করে দেয়
আমার সারা দিনটা!

তোমার নিরবতা তোমার কান্না
তোমার গুণের সৌন্দর্য তো
বর্ণনা করলাম অনেক,
থাক আর-না।

তোমার গুণের সৌন্দর্যের বর্ণনা,
যদি হয় পৃথিবীর মতো বিশাল জ্যোতিষ্ক
তোমার গুণ তাবে হবে এক পূর্ণ নিসর্গ!

তোমার রূপের বর্ণনা
আমি দিতে যাব যেই,
ঠিক তখনই মনে পড়লো
তা বর্ণনা করার মতো ভাষা
তো আর আমার কাছে নেই।

মন্তব্য করুন