পৃথিবীটা এমন কেন?

97
0

যাকে হারিয়ে এতো দুঃখবিলাস,
সে কখনো আমার ছিলই না!

কতবার চলে যাব বলেও
চলে যেতে পারিনি,
কতবার কথা না বলতে চেয়েও,
কথা বন্ধ করতে পারিনি,
কতবার দূরে আসতে চেয়েও,
দূরে থাকতে পারিনি।

তাকে পাবোনা যখন নিশ্চিত,
তখন কাছে থেকে
চোখে চোখ রেখে
মনে ছবি এঁকে,
মনের কষ্ট বাড়ানো ছাড়া,
আর কিই করা যেতে পারে?

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন