পৃথিবীটা এমন কেন?

যাকে হারিয়ে এতো দুঃখবিলাস,
সে কখনো আমার ছিলই না!

কতবার চলে যাব বলেও
চলে যেতে পারিনি,
কতবার কথা না বলতে চেয়েও,
কথা বন্ধ করতে পারিনি,
কতবার দূরে আসতে চেয়েও,
দূরে থাকতে পারিনি।

তাকে পাবোনা যখন নিশ্চিত,
তখন কাছে থেকে
চোখে চোখ রেখে
মনে ছবি এঁকে,
মনের কষ্ট বাড়ানো ছাড়া,
আর কিই করা যেতে পারে?

মন্তব্য করুন