প্রায়শ্চিত্ত

85
0

গ্যালন গ্যালন রক্ত দিয়ে
দেশ কিনেছি
নারীর ইজ্জতে কিনেছি মাটি।

সেই দেশ নোংড়া করে,
নির্লজ্জের মতো
সেই মাটিতেই হাঁটি।
সেইখানেই করি ঘাটি
বিছাই সেখানে পাটি
তারপর রাখি বাটি।

নেই কোন ঘৃণা আমাদের
নেই কোন লাজ,
ভেতরে গোবর রেখে
বাইরে করছি সাজ।

আচরণটা আমার
বুদ্ধিহীন পশুর মতো
কেউ তা বলতে এলেই
তার প্রতি অবহেলা যত।
সবাই আছি আমরা
নিজ স্বার্থের কাজে রত।

দেশটা আমার। তাই বলে কি
সব জায়গাতেই প্রসাব করবো?
হ্যাঁ, মৃত্যু অবধারিত। তাই বলে কি
মৃত্যুভয়ে আত্মহত্যা করবো?

নিজের বাড়ি, একারণে
পড়তে দেইনা একটাও পাতা।
নিজের শরীর, একারণে
রোদের সময়ও মাথায় থাকে ছাতা।
এতো ফুটানি কি তাহলে
অন্যের দেশে চলছে?
এখন আপনি না না করছেন কেন?
দেশের দুর্দশা তো সেকথাই বলছে।

এতোদিন করেছি পাপ,
যার নেই কোন ক্ষমা!
দেশের প্রতি অবহেলা
দিন দিন করেছি জমা।

দেশটা আমার,
প্রায়শ্চিত্তের শুরুটা হোক
আমার থেকেই।
সকলে অনুতপ্ত হবে তো
আমাকে দেখেই।

পরিষ্কার করবো নিজের মন
তার সাথে দেশটা।
আশা করছি ভালো কিছু হবে
এই পথচলার শেষটা।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন