পশু হওয়া জরুরি

78
0

গুলির পর চলছে গুলি
হঠাৎ থেমে গেল রিক্সার চাকা
থমকে গেল সময়,
বন্ধ হলো আমার মুখের বুলি।

লক্ষ্যচ্যুত হয়ে বুলেট
অন্যদিকে ছুটে,
নির্ধিদায় এক শিক্ষার্থীর
প্রাণটা নিল লুটে।

বুলেট বিধল বুকে
দাঁড়াতে পারেনি আমার পরিবার
এই হত্যার বিরুদ্ধে রুখে!

যে দেশে পশু হত্যার বিচার হয়,
মানুষ হত্যার কোন বিচার নয়,
সে দেশে প্রাণে বেঁচে থাকতে
পশু হওয়াটা নিতান্তই জরুরি!

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন