বত্রিশে মুজিব

109
0

পনের তারিখ, আগষ্টের আবছায়া ভোরে
যখন তোমার বুকে বিঁধে বুলেট,
সেই প্রত্যুষ্যে পুরো বাঙালি জাতির
বুকে বিঁধে তোমার তেচনাময়ী নাম।
অমর তুমি মুজিব। তোমার খ্যাতি,
আজীবন মনে রাখবে বাঙালি জাতি।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন