অপমান

38
0

সেদিন লিখতে চেয়েও
লিখতে পারিনি।
আজ অনিচ্ছা স্বত্বেও
লিখতে হচ্ছে।

আসলে সমাজের এতো
উৎকৃষ্ট মানুষের ব্যবহার
এতো নিকৃষ্ট হতে পারে,
তা জানা ছিল না।

শুনেছি ঐ উৎকৃষ্ট অবস্থানে
যেই পৌঁছায়, তার আচরণ
নাকি এরকম নিকৃষ্ট হয়ে যায়।
যদি সেটাই সত্যি হয়,
তাহলে দরকার নেই আমার,
সেই উৎকৃষ্ট অবস্থানের,
উৎকৃষ্ট সমাজের, উৎকৃষ্ট মহলের।

এখনই ঠিক আছি আমি
মানুষের সাথে কিরকম
করতে হয় ব্যবহার
তা আমি জানি।

আজীবন ভালো ব্যবহার
করে যেতে চাই,
যদিও কখনো আমি
সেই উৎকৃষ্ট অবস্থানে পৌঁছাই।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন