তুমি এসো!

18
0

তুমি এসো!

তুমি এসো শরতের শেষে,

একমুঠো কাশফুল হাতে

তোমার নিকটে হাজির হবো প্রেমিকের বেশে।

তুমি এসো!

তুমি এসো শরতের নীল আকাশের ন্যায় নীল শাড়ি পরিহিত,

এক আকাশ সমান ভালোবাসা

তোমার নামে দিব লিখিত।

তুমি এসো!

তুমি এসো নীল চুড়ি পড়ে,

বিনিময়ে না হয়

আগলে রাখবো জীবনের তরে।

তুমি এসো!

যদি নাহি আসো..

তবে কিছু কাশফুল মৃত্তিকায় ফেলে যেও,

সেগুলো কুড়োতে কুড়োতে যেন জীবন পুড়িয়ে যায়।

সভ্যতার কবি
লিখেছেন

সভ্যতার কবি

জীবন যেখানে যেমন..

মন্তব্য করুন