রূপক তুমি কার?

131
0

তুমি আমার কবিতা,
রুপক গল্পের শেষ পাতা।
তুমি আমার আচমকা মেঘের গর্জন।
এ অতিথি যে কিছু সময়ের অতিথি,
কখনো তোমায় ছোয়া যায় না।
এ আসা কেনই বা আসা তোমার
আমাকে আমার কাছ থেকে নিয়ে কেমনি বা
সুখ তোমার।
একটু মনের কথা বলেই হয়ে যাই পর।
এ কেমনি বা ভালোবাসা।
তবে কি হারিয়ে যাওয়া যায় বহো দূরে?
হাজারো মানুষের মিছিলের মাঝে থেকে?
সব মানুষকে ভুলে এক নতুন রূপক গল্পের মাঝে?

তবে এখন তুমি হারিয়ে যাও।
রূপক গল্প নাই বা হোক!
রূপক তুমি কার?

এখনো মাঝে মাঝে নিজেকে হারাই,
এখনো নিজেকে বাচঁতে শেখাই।

তবে সব কিছুর শেষেই রূপক তোমাকে হারাই।
আর প্রশ্ন থেকে যায়, রূপক তুমি কার?

মন্তব্য করুন