আমি আর এখন চাই না সে আমাকে টানুক,
আমি তার কাছ থেকে দুরে থাকতে চাই।
তুবু সে আমাকে আপন কেন করে,
তুবু তার কাছ থেকে যত দূরে থাকার প্রতিশ্রুতি করি,
তুবু সে বারবার কাছে চলে আসে।
তাকে তো আমি আমার মন, প্রাণ সব কিছু
থেকে দূরে রেখেছি,
তুবু সে কেন আমার মনের সাথে বিদ্রোহ করে।
তাকে বলতে চাই আমাকে ছেড়ে দাও,
এই মুক্ত দোয়ার মাঝ থেকে।
আমি যতই দূরে থাকতে চেয়েছি,
সে ততই কেন করেছ আপন।
আমি কখনো ভাবিনি,
এই কালো দোয়া আমাকে টেনে নিবে,
একদিন তার কাছে।
তবু তাকে বলে দিও,
আমি মুক্ত হতে চেয়েছিলাম তার কাছে।
তুবু সে আমাকে মুক্তি দিতে পারেনি।
আমি আর থাকতে চাইনা,
এই কালো দোয়ার মাঝে।