সাদা দিলে দাগা দিলি-
মোঃ তবিবুর রহমান হৃদয়,,
আপন মানুষ হইয়ারে তুই ফালাইয়া মোরে ফান্দেরে !
সাদা দিলে দাগা দিলি এই বুঝি ছিলোরে তোর অন্তরে !
এখন দেখাই কারে বুকটা চিরে বুকের পোড়া গন্ধরে
বোবা ব্যাথা বুকে লইয়া ঘুরি শহর বন্দরে!
রোজ নিশিতে মন নদীতে স্মৃতিরা যায়
পাল তুলে !
সুরেসুরে যায় ডেকে যায় গান গেয়ে যায়
মন খুলে !
চন্দ্রতারা থাকতে আমার রাত কেটে যায় আন্ধারে!
দিনের বেলায় সূর্য উঠে চেনে না সে আমারে!
ধনীর বাড়ি আলো বিলায় আমায় রাইখা আধারে!
আমার লাইগা তার অন্তর নয় অন্তর আমার কান্দেরে!
আপন জনার মুখের কথা মিষ্টি হলেও ভিতর তিতা!
সার্থবিহীন শুন্য হাতে যেন তুমি নাটাই সূতা!
প্রয়োজন হলেই ছুড়বে চান্দে করে নানান ধান্ধারে!
তারিখ-০১/০৫/২০২৩
গাজীপুর, ঢাকা