তুমি সুন্দর তবে সুন্দরী নয়, পৃথিবীর এত এত আলো যেন তোমার সৌন্দর্যের জন্যই হয়, চাঁদ যেন তোমার রূপের কাছেই আলো ধার নেয়!
আহা কি সুন্দর তুমি, আহ আর কি যে মায়া, কোটি জনম যেন পার করিয়া দেই তোমার দিকেই চাহিয়া, এ নয়ন যেন ধন্য হলো তোমারে দেখিতে পাইয়া!
তুমি ভীষণ সুন্দর সুন্দরী নও, তোমাকে সুন্দরীদের তালিকায় রাখিতে পারলাম না তোমাকে শুধুই সুন্দর’দের তালিকায় রাখলাম! কেননা সুন্দরী’দের ভেতর ভেজাল থাকিলেও থাকিতে পারে হলেও হইতে পারে, সুন্দর’দের ভিতরে কোন ভেজাল নেই! তুমি শুধুই সুন্দর, অফুরন্ত সুন্দর!
তুমি এতই সুন্দর যে, তোমায় দেখিয়া ময়ূর কিংবা পৃথিবীর সুন্দরী নারীরা, সুন্দর হওয়ার প্রতিযোগিতায় নামে; তুমি ভয়ংকর সুন্দর, তোমার সৌন্দর্য’ই পারে মহাবিশ্বকে আলোকিত করতে, তোমার সৌন্দর্য’ই পারে আমাকে বিষন্নতা থেকে উদ্ধার করে, মৃত কিংবা জীবিত বানাতে, অথবা বলা যেতে পারে, বিধাতা সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে তোমায়!
আশিক ভাই এর লিখা