ঘটনাটা সদ্যই ঘটে গতকল্য ।
মুঠি তুলে দেলোয়ার চ্যালেঞ্জটা করল–
‘করিউম, করিউম, লড়াইটা করিউম
যদি পাই মনমতো একজন মল্ল ।’
মল্ল কী বস্তু হে, জলীয় না বাষ্প ?
এক সাঁটে গিলে খাব নাকি গায়ে মাখব ?
‘বলিউম, বলিউম, অর্থটা বলিউম,
মল্লের সাথে বীর কথাটা যে লাগব ।’
বীর আর মল্লের সহযোগে শব্দ !
জিহ্বায় বার কয় করে নেই রপ্ত ।
‘বুঝিলুম, বুঝিলুম, প্রাঞ্জল বুঝিলুম ।’
মল্লের পূর্বেই হয়ে যাই জব্দ ।
দেলোয়ার বলে, ঘটে এইটুকু বুদ্ধি !
বাক্যেই পরাজিত, করবি কি যুদ্ধি ?
‘জিতিলুম, জিতিলুম, মল্লতে জিতিলুম ।
হত্তুকি দে তো ভাই করি মুখশুদ্ধি !’