অনেক আগে কথা হতো,”দেখেছিলাম কোনো এক সন্ধায়” সেই থেকে রয়ে গেলে এই হৃদয়ে তুমি।
কত শত বছর আমাদের দেখা হয় না, কথা হয়না, তবুও তোমায় ভুলতে পারি না, “এ কেমন অসুখ আমার”
জানি তোমায় পাওয়ার সৌভাগ্য আমার নেই, তবু দিন রাত শুরু হয় তোমার ছবি দেখে’ই। “এ কেমন অসুখ আমার”
ইচ্ছা ছিল ঘুম থেকে উঠে দেখবো তোমার মায়াবী মুখ, এলোমেলো চুলে ডেকে থাকবে তোমার মুখ, চুলগুলো সরিয়ে কপালে একে দিবো চুমু । আহ কি দিন, স্বপ্নের দিন, প্রতিটি দিন যেন রঙ্গিন। ( কল্পনা সুন্দর)
বাস্তবতায় কোনোদিন ভালোবাসবে না জানি, খুন করতে পারবা,খুন করে ফেলো আমায়।
ভালোবাসা না পাই, খুন হতে চাই তোমার হাতে।
-সাইদুল রহমান