আমার বর্থতায় আফসোস করতে দেখেছি কাছের এমন অনেক মানুষকেই, কেউ কেউ এসে বললো তেমার কপালটায় খারাপ। যা’ই করো ব্যর্থ হও।
আবার ২-১জন সান্ত্বনাও দিলো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, চিন্তা কইরো না।
তারপর আমিও আর চিন্তা করিনি,
সবকিছু ভুলে গিয়ে পথধরি সামনে এগিয়ে যাবার। সেই পথে আমার জন্য আফসোস করা লোকজনদের চোখেও আমি দেখতে পাই হিংসা।
এবার বলো, আপনজন বলতে আমি কার নাম বলবো,
মা-বাবা ছাড়া।