বহুদিন ধরে বৃষ্টি হয় না, তোমার কথাও তেমন মনে পড়ে না।
হঠাৎ আজ রাত ১২:৩০ মিনিটে বৃষ্টি এলো, আমি ঘুম থেকে উঠে এসে বেলকনিতে বসলাম। বাহিরে অজোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিকে তাকাতেই.. তুমি এলে মনে।
মনে আছে তোমার, কতশত বৃষ্টির রাত মোবাইলে কথা বলেই কাটিয়ে দিয়েছি আমরা। তুমি বলতে কবে এমন একটি বৃষ্টির রাতে তোমার পাশে আমি থাকবো, একসাথে বৃষ্টি দেখবো। আমি বলতাম খুব শীঘ্রই।
তুমি বললে এতসুখ কি আমার সইবে, আমি বলেছিলাম, তুমি চাইলেই সইবে।
তারপর তুমি আর চাইলে না, আমাদের একসাথে বৃষ্টি দেখাও আর হলো না।
তবে বৃষ্টি এলে এখনো তোমার কথাগুলো আমার মনে পড়ে,
আমি তোমায় অনুভব করি, মিস করি।